EPFO,পিএফ নিয়ে সমস্যা? সহায়তা শিবির আপনার দুয়ারে, কোন জেলায় কোথায় ক্যাম্প? – epf problem nidhi aapke nikat camp in west bengal various districts address details


পিএফ নিয়ে সমস্যায় রয়েছেন? ইপিএফও ওয়েবসাইট ঠিকমতো ব্যবহার করতে পারছেন না? চিন্তা নেই! পিএফ গ্রাহক এবং পেনশনভোগীরা কোনও সমস্যায় পড়লে তাঁদের জন্য ক্যাম্পের আয়োজন করা হচ্ছে জেলায় জেলায়। ২৭ জুন বৃহস্পতিবার থেকে এই ক্যাম্পের কাজ শুরু হয়েছে। প্রত্যেক মাসের ২৭ তারিখে হবে এই ‘নিধি আপকে নিকট’ ক্যাম্প।‘নিধি আপকে নিকট’ কর্মসূচি হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) -এর উদ্যোগে বিশেষ শিবিরের আয়োজন। প্রত্যেক মাসের ২৭ তারিখে পিএফ দপ্তরের কর্মী ও অফিসাররা বিভিন্ন এলাকায় গিয়ে ক্যাম্প করবেন। গ্রাহক ও পেনশনভোগীদের নানা অভিযোগ শুনবেন তাঁরা। সংশ্লিষ্ট বিষয়ে সমাধানের পথ বলে দেবেন তাঁরা। সেই কারণেই এই শিবিরের আয়োজন করা হয়। জেলায় জেলায় এই শিবিরের আয়োজন করা হয়ে থাকে।

কোথায় কোন শিবির?

কলকাতায় এই ক্যাম্পের আয়োজন করা হবে পার্ক স্ট্রিট আঞ্চলিক অফিসের জন্য ক্যাম্প বসবে মিডিলটন রো’র ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার (এফসিআই) অফিসে। হাওড়া আঞ্চলিক অফিসের আওতায় ডোমজুড় শাঁখারিদহের অ্যাসবেসকো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের অফিসে এই ক্যাম্পের আয়োজন করা হবে। হুগলি জেলায় জিটি রোডের কাছে অ্যাঙ্গাস স্টাফ কম্পাউন্ডে এই শিবিরের আয়োজন করা হবে। হলদিয়ার দুর্গাচকের বিএস এন্টারপ্রাই঩জের অফিসে মিলন সংঘ ক্লাবের কাছে এই শিবিরের আয়োজন করা হচ্ছে।

পশ্চিম মেদিনীপুর জেলায় খড়্গপুরের ঝাপটাপুরের ভাউদারি অটোমোবাইল অফিসে এই ক্যাম্প হবে। উত্তর ২৪ পরগনা জেলায় পানিহাটি পুরসভার লোক সংস্কৃতি ভবনে বসবে ক্যাম্প। দক্ষিণ ২৪ পরগনার ফলতা এসইজেডের চেভিয়ট কোম্পানি লিমিটেডের কনফারেন্স রুমে এই ক্যাম্প হবে। ঝাড়গ্রামের মধুবন সেন্ট্রাল বাস স্ট্যান্ডের যশোদা ভবন গেস্ট হাউসে বসবে ক্যাম্প। মুর্শিদাবাদের জঙ্গিপুরের দেওলি রোডের সূর্য লজে এই শিবিরের আয়োজন করা হবে। মালদা জেলায় মোকদমপুর ইংলিশবাজার মার্কেট-এ ক্যাম্প হবে।

এর পাশাপাশি, জলপাইগুড়ি আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প বসবে নাগরাকাটা টি এস্টেট হবে ক্যাম্প। আলিপুরদুয়ারের হাসিমারার ভারনো বাড়ি টি এস্টেট এই ক্যাম্পের আয়োজন করা হবে। কোচবিহারের দিনহাটার ডোলং টি এস্টেটে এই ক্যাম্প হবে। শিলিগুড়ি আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে দার্জিলিংয়ের হোটেল ডলি ইন- এ এই ক্যাম্প হবে। কালিম্পং-এ

জুলাইয়ের মধ্যেই অ্যাকাউন্টে মোটা সুদ, গ্রাহকদের সুখবর শোনাল EPFO
এছাড়া বাঁকুড়ার অনাময় পলিক্লিনিক অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার, বীরভূমের সিউড়ি বিদ্যাসাগর কলেজের কাছে সেন্ট অ্যান্ড্রু হাই স্কুল এবং পুরুলিয়ার ইস্পাত দামোদর প্রাইভেট লিমিটেডের অফিসে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *