ফুটপাতের জবরদখল নিয়ে ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রীর তিরস্কারের পর ফুটপাতের জবরদখল সরাতে উদ্যোগে হয় প্রশাসন। গত কয়েকদিন ধরেই কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাথ থেকে জবরদখল করে থাকা হকারদের সরিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে ঘুম উড়ে গিয়েছিল হকারদের। এই পাইস হোটেলের পিছনেই রয়েছে তাঁদের প্রতি দিনের বেঁচে থাকার লড়াই। কিন্তু এখন প্রশ্ন উঠছে যদি এই উচ্ছেদ অভিযানে কী হবে ‘ভাইরাল’ নন্দিনী দিদি, রাগী মাসি, সাগরদের ভবিষ্যত। সেই চিন্তায় এখন রাতে ঘুম চলে গিয়েছে সবার। কারণ শহরের এক কোণার ওই দেকানই তাঁদের একমাত্র বেঁচে থাকার সম্বল। তবে মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। কী বলছেন ভাইরাল সাগর বা গড়িয়াহাটের রাগী মাসি? দেখে নিন ভিডিয়ো….