Kalki 2898 AD Actors Fees : প্রভাস টু বিগ বি কত পারিশ্রমিক নিলেন KALKI 2898 AD-এর জন্য? – kalki 2898 ad cinema star cast prabhas deepika padukone to amitabh bachchan kamal haasan fees details watch the video


সারা বিশ্বে হইহই করে মুক্তি পেয়েছে নাগ অশ্বিনের ছবি KALKI 2898 AD। প্রথম দর্শনেই দর্শকের মন জিতে নিয়েছেন প্রভাস-দীপিকা-বিগ বি-কমল হাসানরা। ট্রেড অ্যানালিস্টরা অনুমান করছেন প্রথম দিনে বক্স অফিসে ঝড় উঠবে। মনে করা হচ্ছে ওয়ার্ল্ডওয়াইড ফার্স্ট ডে গ্রস আয় হতে পারে ২০০ কোটি টাকা। আচ্ছা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে স্টাররা কত পারিশ্রমিক নিলেন? আপাতত, আকাশে বাতাসে যা খবর ঘুরছে তাতে একটা আন্দাজ দিতে পারি। শোনা যাচ্ছে এই ছবির জন্যে প্রভাস নাকি খানিক কমিয়েছেন পারিশ্রমিক। সুমতির চরিত্রে দীপিকা পাডুকোন অবশ্য নিয়েছেন প্রভাসের এক চতুর্থাংশ। মাত্র ২০ কোটি টাকায় KALKI-কে অভিনয় করেছেন। ওই একই অঙ্কে অর্থাত্ ২০ কোটিতেই নাকি কাজ করছেন অন্যান্যরা। অমিতাভ বচ্চন থেকে কমল হাসান, তাঁরাও পেয়েছেন ২০ কোটির চেক। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *