Kalki 2898 AD Reviews : আশা জাগাল কি প্রভাস দীপিকার কল্কী? জানুন বিস্তারিত – deepika padukone prabhas starrer kalki 2898 ad film reviews in details watch the video


নাগ অশ্বীনের মেগা সায়েন্স ফিকশন প্রজেক্ট কল্কী ২৮৯৮ এডি মুক্তি পেয়েছে আজ। প্রথমবার ছবিতে এক ফ্রেমে দেখা গেল দীপিকা পাডুকোন এবং প্রভাসকে। শুধু কি তাই? আছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, শাশ্বত চট্টোপাধ্যায়, দলকির সলমান, বিজয় দেবেরাকোন্ডা, ম্রুণাল ঠাকুর এমনকি এস এস রাজামৌলী এবং রামগোপাল বর্মাও। এ তো গেল মেগা কাস্টের হদিশ। মেগা প্রজেক্টের মেগা চিন্তাভাবনার ব্লু প্রিন্টটি দারুণ তৈরি করেছেন অশ্বিন। যেখানে দীপিকা সেই মহিয়সী নারী যাঁর গর্ভে পালিত হচ্ছেন কল্কি অবতার। অমিতাভ বচ্চন অমর অশ্বথামার ভূমিকায় অনবদ্য। লার্জার দ্যান লাইফ প্রজেকশন বড় স্ক্রিন ছাড়া উপভোগ করা বেশ কঠিন কাজ। ছবিতে তাক লাগিয়েছেন বিগ বি এবং কমল হাসান। কেন তাঁদের টাইমলেস লেজেন্ডস বলা হয়, তার প্রমাণ আরও একবার পাবেন Kalki-তে। দীপিকা পাডুকোন সংযত এবং পরিণত তাঁর অভিনয়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *