Kalki 2898 AD,KALKI মন পেল জনতা জনার্দনের? পাবলিক রিভিউ কী বলছে – kalki 2898 ad movie release today public review says what watch video


সারা বিশ্বে আজ হইহই করে মুক্তি পেয়েছে নাগ অশ্বিনের ছবি KALKI 2898 AD। প্রথম দর্শনেই যেন দর্শকদের মন জিতে নিয়েছেন প্রভাস-দীপিকা-বিগ বি-কমল হাসানরা। ট্রেড অ্যানালিস্টরা অনুমান করছেন প্রথম দিনে বক্স অফিসে ঝড় উঠবে। তবে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে স্টাররা কত পারিশ্রমিক নিলেন? শোনা যাচ্ছে এই ছবির জন্যে প্রভাস নাকি পারিশ্রমিক খানিক কমিয়েছেন চার্জ করেছেন মাত্র ৮০ কোটি টাকা। দীপিকা পাডুকোন অবশ্য নিয়েছেন প্রভাসের এক চতুর্থাংশ। অমিতাভ বচ্চন থেকে কমল হাসান, তাঁরাও পেয়েছেন ২০ কোটির চেক। তবে একটা কথা এখানে খোলসা করে দিই বাবা। এই পারিশ্রমিকের যে অঙ্কটা জানালাম, তার পুরোটাই টুইটি পাখিদের মুখেই শোনা। আমরা ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা তারকাদের কনট্র্যাক্ট দেখিনি বাপু। বাই দ্য ওয়ে, এই উইকএন্ডে যাচ্ছেন নাকি KALKI দেখতে? প্লিজ জানাবেন, কেমন লাগল আপনাদের এই ছবি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *