Ladies Special Bus Public Reaction: শহরের রাস্তায় লেডিস স্পেশাল বাস, কী বললেন খাস দিদিরা? – kolkata ladies special bus service starts know reactions of woman passengers watch video


কলকাতার রাস্তাতেও এবার লেডিস স্পেশাল। এতদিন শহরতলির ট্রেনে মিলত এই সুবিধা। লেডিস স্পেশাল বাস পেয়ে দারুণ খুশি মহিলা যাত্রীরা। শহর কলকাতায় মহিলাদের জন্য আরও এক বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। এবার মহিলাদের জন্য ‘লেডিস স্পেশ্যাল’ বাস। মঙ্গলবারই এই পরিষেবা চালু হচ্ছে। হাওড়া স্টেশনের সামনে থেকে ছেড়ে এই বাস পৌঁছবে বালিগঞ্জ স্টেশেন পর্যন্ত। বাসের চালক পুরুষ হলেও কন্ডাক্টরের দায়িত্ব সামলাবেন মহিলারাই। এর ফলে গন্তব্যে পৌঁছতে মহিলাদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। শহরের রাস্তায় লেডিস স্পেশাল বাসের সুবিধা পেয়ে কী বললেন খাস দিদিরা? এত অল্পে সাধ মেটে না। লেডিস স্পেশাল আরও বাড়ানোর দাবি জানালেন অনেকে। এই বাসে সুবিধা পেলেও বাকি বন্ধুদের জন্যেও মন খারাপ অনেকের। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *