তারিখ | বাতিল লোকালের সংখ্যা |
২৯ জুন | ২ |
৩০ জুন | ৬ |
১ জুলাই | ১৪ |
২ জুলাই | ১৫ |
৩ জুলাই | ১৬ |
৪ জুলাই | ১৬ |
৫ জুলাই | ৬২ |
৫/৬ জুলাই | ৭১ |
এদিকে এই সময়ের মধ্যে বিভিন্ন দিনে বিভিন্ন দূরপাল্লার ট্রেনও বাতিল থাকছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। এই সময়ের মধ্যে মোট ৭টি মেল/এক্সপ্রেস ট্রেন বাতিল থাকছে। যে দূরপাল্লার ট্রেনগুলি এই সময় বাতিল থাকছে, তার মধ্যে উল্লেখযোগ্য তাম্রলিপ্ত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, সমলেশ্বরী এক্সপ্রেসের মতো ট্রেন। এছাড়া ডাইভারশন হচ্ছে আরও ৫টি ট্রেনের। অন্যদিকে ২০টি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। একইসঙ্গে যাত্রাপথও সংক্ষিপ্ত করা হচ্ছে বেশকিছু ট্রেনের। এর ফলে এই সময়ের মধ্যে যাত্রীরা ব্যাপক ভোগান্তির মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মনে রাখতে হবে, সারাবছরই বিভিন্ন কাজে খড়াগপুরের দিক থেকে বহু মানুষ হাওড়া হয়ে শহর কলকাতায় যাতায়াত করে। তার মধ্যে একটা বড় অংশ থাকে নিত্যযাত্রী। বছরভর তারা লোকাল ট্রেনের মাধ্যমে হাওড়া হয়ে নিজস্ব কর্মস্থলে যোগ দেয়। এছাড়াও অন্যান্য বহু কাজেও প্রচুর মানুষের যাতায়াত লেগেই থাকে শহর কলকাতায়। আবার কলকাতা, হাওড়া, হুগলির মতো জেলা থেকেও বহু মানুষ যাতায়াত করে খড়গপুর শাখায়। ফলত তাঁদেরকেও ভোগান্তির মুখে পড়তে হতে পারে।
উল্লেখ্য, কিছুদিন আগে নন ইন্টারলকিংয়ের কাজ হয়েছে শিয়ালদা ডিভিশনে। ফলে সেই সময় ওই শাখাতেও প্রচুর লোকাল ট্রেন বাতিল করা হয়। যার ফলে গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক দুর্ভোগের শিকার হতে হয় মানুষকে। আর এবার দক্ষিণ পূর্ব রেলে হতে চলেছে সেই নন ইন্টারলকিংয়ে কাজ।