চাঁদা তোলা থেকে বেআইনি জবরদখল নিয়ে কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে রাখলেন মমতা। সরকারি জমি হস্তান্তর, বেআইনি জমি জবরদখল নিয়ে ক্রুদ্ধ ও কড়া মমতা বন্দ্যোপাধ্যায়। কাউন্সিলর ঠিকভাবে কাজ না করলে, বেআইনি কাজে যুক্ত থাকলে সোজা গ্রেফতার হবে বলে জানালেন মমতা। জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠিয়ে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (Mamata Banerjee News)। কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একা যেতে চাননি। তারপর দুই বিধায়ক সায়ন্তিকা এবং রেয়াতকে ডেকে পাঠানো হয়। কিন্তু তাঁরা বিধানসভায় শপথ নেওয়ার সিদ্ধান্ত নেন। এই নবান্ন সভা থেকে সেই নিয়েও মন্তব্য করতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।