বরাহনগর এবং ভগবানগোলা উপনির্বাচনে তৃণমূলের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনের বিধায়ক পদে শপথগ্রহণকে কেন্দ্র করে দেখা দিয়েছিল নানা রকম জটিলতা। বিধানসভার সিঁড়িতে ধর্নায় বসে থাকতে দেখা গিয়েছিল তাঁদের। বিষয়টি ক্রমশ জটিল হয়ে উঠছে। জানা গিয়েছে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠিয়ে ছিলেন স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একা যেতে চাননি। এরপর দুজনকেই এক সঙ্গে ডেকে পাঠানো হলেও তাঁরা যেতে রাজি হননি। এমনকী রাজ্যপালকে চিঠি লিখে জানিয়ে দেওয়া হয় যে তাঁরা দুজন বিধানসভায় শপথ নিতে চান। ক্রমশ জটিলতা দেখা দিচ্ছে উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথ ঘিরে। রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছেন সায়ন্তিকা। কী বললেন তিনি? দেখে নিন ভিডিয়ো……