বিধানসভা উপনির্বাচনে বরানগর এবং ভগবানগোলা থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার। কিন্তু আজও বিধানসভায় বিধায়কের আসনে বসতে পারলেন না তাঁরা। কারণ? এখনও শপথবাক্য পাঠ করেননি তাঁরা। এখনও জট কালট না রাজভবনের সঙ্গে। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের তরফে এখনও স্পষ্ট কোনও বার্তা পেলেন না দুই জনপ্রতিনিধি। আর তাই বিচারের আশায় তাঁরা আশ্রয় নিয়েছেন সংবিধানের জনক বাবা অম্বেদকরের মূর্তির নীচে। গতকাল বিধানসভার বাইরে ধর্না দিয়েছিলেন তাঁরা আর এবারে অম্বেদকরের মূর্তির নীচে ধর্না দিলেন তাঁরা। শপথ গ্রহণের অপেক্ষায় সায়ন্তিকা-রায়াত। রাজ্যপাল সিভি আনন্দ বোসের উত্তরের অপেক্ষায় রয়েছে তাঁরা। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।