পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, কলকাতা এবং দুই মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার উত্তরের সমস্ত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার এবং রবিবার পশ্চিমবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জানাল হাওয়া অফিস। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া বলে জন যাচ্ছে। বৃষ্টির পরে স্বস্তিতে দক্ষিণবঙ্গ। বর্ষা আসার দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বৃষ্টির দেখা মিলল তিলোত্তমায়। বেশ খানিকটা স্বস্থির নিশ্বাস ফেলছে শহর কলকাতবাসী। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।