খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। দোকানের মালিক অরুণ জানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগেও ওই একই জায়গায় রাতের বেলা একটি সোনার দোকানে চুরি হয়েছিল। কিন্তু, দিনে দুপুরে এই ধরনের লুঠ প্রথমবার হল। এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে? তা খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা।
দোকানদার বলেন, ‘তিন জন দোকানে ঢুকে বলে রূপোর চেন দেখান। ওদের মুখ ঢাকা ছিল। আমি বললাম এভাবে দোকানে ঢুকবেন না। বাইরে যান। সেই সময়ই ওরা বন্দুক দেখিয়ে বলল যা আছে বার করতে, না হলে গুলি করে দেব। এরপর ওরা আমাকে ঢেলে সরিয়ে নিজেরা জিনিসপত্র বার করে নিয়ে চলে যায়।’
উল্লেখ্য, কিছুদিন আগেই রানিগঞ্জে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই সময় পুলিশের সঙ্গে গুলির লড়াই চলে ডাকাতদের। সাতজন ডাকাত ঘটনাস্থল ছাড়তে সক্ষম হয়েছিল।
রানিগঞ্জে নেতাজি সুভাষ বোস রোডের উপর সেনকো গোল্ডের একটি শো রুমে কিছুদিন আগেই হানা দিয়েছিল ডাকাতদের দল। গার্ডের বন্দুক ছিনিয়ে শুরু করে লুটপাট। খবর পেয়ে ঘটনাস্থলে দৌড়ে আসে পুলিশ। বেশ কিছুক্ষণ দু’পক্ষের মধ্যে গুলির লড়াই হয়েছিল। কিন্তু, পরে সাতজন ডাকাত ঘটনাস্থল ছেড়ে পালায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বজবজে একটি শো রুমে ঘটে ডাকাতির ঘটনা। এর জেরে পড়েছে তীব্র শোরগোল।
