D Bapi Biriyani : ‘বেরোতে ভয় পাচ্ছি, যদি আবার হামলা হয়’, আতঙ্ক ডি বাপিতে – barrackpore d bapi biryani shop workers panicked and demanded security watch video


দুষ্কৃতীদের হুমকির মুখে ডি বাপি বিরিয়ানি-র কর্ণধার অনির্বাণ দাস। সোমবার ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত কোন সুরাহা হয়নি, জানালেন ডি বাপি বিরিয়ানির মধ্যমগ্রাম শাখার কর্মীরা। এই শাখায় সেই দিনের পর থেকে ঠিকমতো আসছেন না ডি বাপি বিরিয়ানির মধ্যমগ্রাম শাখার কর্ণধার অনির্বাণ দাস। যে ঘটনা ঘটেছে তার প্রভাব ইতিমধ্যেই ব্যবসায়ীক প্রতিষ্ঠানে পরেছে। ব্যারাকপুর জুড়ে এমন হুমকির ফোন চলতেই থাকছে। কিছুদিন আগেই এক ব্যবসায়িকে লক্ষ্য করে গুলি অল্পের জন্য রক্ষা পেয়েছে। তারপরেও হুমকি অব্যাহত ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে। এ ঘটনায় ডি বাপি বিরিয়ানির কর্মীদের মধ্যেও আতঙ্ক বাড়ছে। অজানা কাউকে দোকানের বাইরে দেখলেই দুশ্চিন্তা হচ্ছে। এর প্রভাব পরছে ব্যবসায়। কর্মীরা এখন চাইছে, প্রশাসন যেনো দাদার একটা নিরাপত্তা ব্যবস্থা করে দেয়। দাদার নিরাপত্তা সুনিশ্চিত হলেই কর্মীরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *