Firhad Hakim: ‘ফুটপাত কারও বাবার নয়, কেউ ভাড়া দিতে পারে না’ – kmc mayor firhad hakim says footpaths cannot be anyone private property watch video


গত কয়েকদিন ধরেই কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাথ থেকে জবরদখল করে থাকা হকারদের সরিয়ে দেওয়া হচ্ছে। এবার এই নিয়ে মুখ খুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এ দিন তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কী কী কাজ হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের বাস্তবায়ন করতে পুরসভায় বৈঠক সারেন এদিন ফিরহাদ হাকিম। তিনি বৈঠকে ডানিয়েছেন, হকারের ডালা কাউকে ভাড়া দেওয়া যাবে না। এমনকী ফুটপাতও ভাড়া দেওয়া যাবে না, স্পষ্ট বার্তা ফিরহাদের। ওই এলাকায় যে হকিং করবে সেই এলাকাটি তাঁর অধিকার। পাশাপাশি মেয়র স্পষ্ট জানিয়েছেন, হকার উচ্ছেদ হয়নি। শুধু জায়গা ছোট করে দেওয়া ছোট করে দেওয়া হয়েছে। ফুটপাথ সরকারের জায়গা কেউ সেটি কোরও অধিকার হতে পারে না। আর কী কী বললেন মেয়র? দেখুন ভিডিয়ো…..



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *