Firhad Hakim : হাইটেক হকার ডেটাবেস, মুখ্যমন্ত্রীর নির্দেশে কী কী কাজ জানালেন মেয়র? – kmc mayor firhad hakim says what about hawkers eviction controversy watch video


রাজ্য জুড়ে চলছে হকার উচ্ছেদ অভিযান। সোমবারের নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রীর তিরস্কারের পর ফুটপাতের জবরদখল সরাতে উদ্যোগে হয় প্রশাসন। গত কয়েকদিন ধরেই কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাথ থেকে জবরদখল করে থাকা হকারদের সরিয়ে দেওয়া হচ্ছে। এবার এই নিয়ে মুখ খুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এ দিন তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কী কী কাজ হয়েছে। এ দিন তিনি বিরোধীদের দাবি উড়িয়ে পালটা আক্রমণ মেয়রের। পাশাপাশি হকারদের নিয়ে সার্ভের কাজ শুরুর কথাও জানিয়েছেন তিনি। কী ভাবে কাজ এগোচ্ছে তাও এ দিন জানিয়েছেন ফিরহাদ হাকিম। এ ছাড়াও কার পার্কিং নিয়েও কী পরিকল্পনা জানালেন মেয়র? দেখে নিন ভিডিয়ো….



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *