শুক্রবার নিজেই সব ফ্যানকে জানালেন দুঃসংবাদ। স্তনের ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান। স্টেজ থ্রি ক্যানসারে আক্রান্ত তিনি। চলছে চিকিত্সা। আর এই খবর সামনে আসতে মন খারাপ তাঁর অসংখ্য ভক্তের। সোশ্যাল মিডিয়া পোস্টে হিনা লিখেছেন, ‘সম্প্রতি আমাকে নিয়ে কিছু গুজব ঘুরছে। যাঁরা আমাকে ভালোবাসেন, খেয়াল রাখেন, তাঁদের সঙ্গে একটা খবর ভাগ করে নিতে চাই। আমার স্টেজ থ্রি ব্রেস্ট ক্যানসার ধরা পড়েছে। ঈশ্বরের উপর সম্পূর্ণ আস্থা আছে। আমি নিশ্চিত, এই লড়াইয়ে জয়ী হয়ে ফিরে আসব।’ ইয়ে রিশতা ক্যায় কহলাতা হ্যায় দিয়েই অভিনয়ের দুনিয়ায় হিনা খানের পা রাখা। অক্ষরার চরিত্রে তিনি দর্শকের হৃদয়ে পাকা জায়গা করে নিয়েছিলেন। এর পরও বহু কাজ করেছেন তিনি। কিন্তু অক্ষরার চরিত্রেই মানুষ তাঁকে বেশি মনে রেখেছেন। হিনার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অগুনতি ভক্ত। আসুন দেখে নিন এই ভিডিয়ো।