Madhyamik Exam: ২০২৫-এ মাধ্যমিক শুরু ১০ ফেব্রুয়ারি, জেনে নিন সম্পূর্ণ সূচি – wbbse announced madhyamik pariksha 2025 schedule knowing details watch video


আগামী বছর ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে ১০ ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এ দিন ঘোষণা করেন আগামী বছরের পরীক্ষা সূচি। পরীক্ষার সম্পূর্ণ নির্ঘণ্টও জানিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফে। এই বছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছিল ২ মে। এবার প্রায় দুই মাসের মাথায় ২০২৫-র পরীক্ষা সূচি প্রকাশ করা হয়েছে পর্ষদের তরফে। পাশাপাশি জানা গিয়েছে, এই বছর ফল বের হওয়ার বহু পড়ুয়া খাতা স্ক্রুটিনিতে দিয়েছিল। প্রকাশিত হয়েছে সেই ফলও। তবে এ ক্ষেত্রে দেখা গিয়েছে বেশ কিছু গড়মিল। প্রথম দশের মেধা তালিকায় স্থান পেয়েছেন আরও সাত জন। এতগুলি উত্তর পত্রে কী ভাবে গোলমাল হতে পারে তা খতিয়ে দেখছে পর্ষদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *