Sand Smuggling : রাতের অন্ধকারে বালি পাচারের রমরমা আমতায়, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বজ্র আঁটুনি প্রশাসনের – illegal sand smuggling at howrah amta stopped by local administration


সরকারি জমি দখলদারি, বেআইনি নির্মাণের পাশাপাশি অবৈধ বালি, পাথর পাচার নিয়েও প্রশাসনিক কর্তাদের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই হাওড়া জেলার আমতায় বাকি পাচারের অভিযোগ উঠছিল। পাচার রুখতে জিরো টলারেন্স নীতি নেওয়ার ব্যাপারে আশ্বাস দিলেন স্থানীয় বিধায়ক।আমতায় রাতের অন্ধকারে দামোদর নদী সংযোগকারী মান্দারিয়া খাল থেকে অবৈধভাবে বালি তোলার পাশাপাশি বালি পাচারের অভিযোগ উঠল বালি মাফিয়াদের বিরুদ্ধে। তবে সংবাদ মাধ্যমে বিষয়টি জানাজানি হওয়ার পরেই বালি কারবারিরা কিছুটা সর্তক হওয়ায় বালি তোলা বন্ধ হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছুদিনের মধ্যে পুনরায় এই বালি পাচার শুরু হবে।

স্থানীয় সূত্রে খবর, হাওড়ার আমতা ১ নং ব্লকের মান্দারিয়া খালের উপর মান্দারিয়া সেতু। সেতুর একদিকে রসপুর গ্রাম পঞ্চায়েত এবং অন্যদিকে সিরাজবাটী গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, রাতের অন্ধকারে এই সেতুর কিছুটা দূরে এই অবৈধ বালির কারবার চলছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য রাত ৮ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত এই বালির কারবার চলে। অভিযোগ, এই সময়ের মধ্যে খাল থেকে বালি তোলা থেকে ডাম্পারে করে বালি পাচার সবটাই চলে।

Mamata Banerjee: ‘কাউকে বেকার করে দেওয়ার অধিকার নেই’, মুখ্যমন্ত্রীর হকার জোনের ব্লু প্রিন্ট

বাসিন্দারা জানাচ্ছেন, রাতের অন্ধকারে ডাম্পারে করে এই বালি পাচার চলে। প্রতিবাদ করলেই বালি মাফিয়াদের কাছ থেকে হুমকি জোটে। ফলে ভয়ে সকলেই চুপ করে থাকে। তাঁদের অভিযোগ, সাহস করে প্রশ্ন করলে সরকারিভাবে এই কাজ হচ্ছে বলে বলা হয়। তবে বিষয়টি সত্য নয় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা রুপা কাঁড়ার জানান, এক বছরের বেশি সময় ধরে এই কাজ চলছে। তাঁর কথায়, নদী থেকে বালি তোলার পর বালিতে জল থাকায় একদিন পর ডাম্পারে করে বালি তুলে নিয়ে যাওয়া হয়। অবৈভাবে এই বালি তোলায় বাঁধের পাশাপাশি মান্দারিয়া সেতুর ও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ফুটপাথ ফেরাতে টাইমলাইন বেঁধে দায়িত্ব হকারদের
এই প্রসঙ্গে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি জানান, এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। বিধায়ক জানান, ইতিমধ্যে আমতা ১নং ব্লকের বিডিও আমতা থানার পুলিশ আধিকারিককে বিষয়টি জানানো হয়েছে। অন্যদিকে সেচ দফতর সূত্রে খবর, ইতিমধ্যে এই ব্যাপারে পুলিশে এফ আই আর করা হয়েছে। পুলিশ কিছু মালপত্র ও বাজেয়াপ্ত করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *