স্থানীয় সূত্রে খবর, হাওড়ার আমতা ১ নং ব্লকের মান্দারিয়া খালের উপর মান্দারিয়া সেতু। সেতুর একদিকে রসপুর গ্রাম পঞ্চায়েত এবং অন্যদিকে সিরাজবাটী গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, রাতের অন্ধকারে এই সেতুর কিছুটা দূরে এই অবৈধ বালির কারবার চলছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য রাত ৮ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত এই বালির কারবার চলে। অভিযোগ, এই সময়ের মধ্যে খাল থেকে বালি তোলা থেকে ডাম্পারে করে বালি পাচার সবটাই চলে।
বাসিন্দারা জানাচ্ছেন, রাতের অন্ধকারে ডাম্পারে করে এই বালি পাচার চলে। প্রতিবাদ করলেই বালি মাফিয়াদের কাছ থেকে হুমকি জোটে। ফলে ভয়ে সকলেই চুপ করে থাকে। তাঁদের অভিযোগ, সাহস করে প্রশ্ন করলে সরকারিভাবে এই কাজ হচ্ছে বলে বলা হয়। তবে বিষয়টি সত্য নয় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা রুপা কাঁড়ার জানান, এক বছরের বেশি সময় ধরে এই কাজ চলছে। তাঁর কথায়, নদী থেকে বালি তোলার পর বালিতে জল থাকায় একদিন পর ডাম্পারে করে বালি তুলে নিয়ে যাওয়া হয়। অবৈভাবে এই বালি তোলায় বাঁধের পাশাপাশি মান্দারিয়া সেতুর ও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এই প্রসঙ্গে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি জানান, এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। বিধায়ক জানান, ইতিমধ্যে আমতা ১নং ব্লকের বিডিও আমতা থানার পুলিশ আধিকারিককে বিষয়টি জানানো হয়েছে। অন্যদিকে সেচ দফতর সূত্রে খবর, ইতিমধ্যে এই ব্যাপারে পুলিশে এফ আই আর করা হয়েছে। পুলিশ কিছু মালপত্র ও বাজেয়াপ্ত করেছে।