দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত শেল দামোদরের চরে? আতঙ্কিত এলাকাবাসী…।old shell found in the bank of damodar probably in the time of second world war


মৃত্যুঞ্জয় দাস: ফের দামোদরের চরে মিলল বিশালাকার ধাতব বস্তু, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত শেল বলে প্রাথমিক ধারণা, দুর্ঘটনার আশঙ্কায় সেনাবাহিনীকে খবর দিল পুলিস।

দামোদরের চরে ধাতব বস্তু দেখে চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার সোনামুখী থানার মনুই গ্রাম-সংলগ্ন এলাকায়। প্রাথমিক ভাবে ধারণা বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত শেল। দুর্ঘটনার আশঙ্কায় শেলের চারিদিক ঘিরে সেনাবাহিনীকে খবর দিল স্থানীয় সোনামুখী থানার পুলিস।

আরও পড়ুন: OMG: পুরুষাঙ্গের ‘মিছিল’! এটাই বিশ্বের ‘অশ্লীলতম’ উৎসব…

বছর কয়েক আগে দামোদরের চরে সিলিন্ডার আকৃতির একটি ধাতব বস্তুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকায়। সেবার সেনাবাহিনীকে খবর দেওয়া হলে সেনাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই ধাতব বস্তুটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত শেল হিসেবে চিহ্নিত করে এবং তা নিস্ক্রিয় করে।

এবারও সেই একই ধরনের ধাতব বস্তু মিলল সোনামুখী থানার মনুই গ্রাম-সংলগ্ন দামোদরের চরে। জানা গিয়েছে, এদিন স্থানীয় মানুষেরা নদীর চর থেকে বালি তোলার সময় বালির নীচে চাপা ওই ধাতব বস্তুটিকে দেখতে পান।

এর পর স্থানীয়রাই প্রথমে ধাতব বস্তুটিকে নদীর তীরবর্তী এলাকায় নিয়ে আসেন। ধাতব বস্তু উদ্ধারের ঘটনার কথা এলাকায় ছড়িয়ে পড়তে অসংখ্য কৌতূহলী মানুষ ভিড় জমাতে শুরু করেন। 

আরও পড়ুন: Telecom Tariff: ট্যারিফ বাড়াচ্ছে এয়ারটেল-জিয়ো, কীভাবে বাঁচাবেন মোবাইল খরচা? রইল ছোট্ট ‘ট্রিকস’…

পরবর্তীতে স্থানীয় সূত্রে খবর পেয়ে সোনামুখী থানার পুলিস তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনার আশঙ্কায় তারাই বস্তুটিকে দ্রুত ঘিরে ফেলার ব্যবস্থা করে। তার পরে খবর দেওয়া হয় সেনাবাহিনীকে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *