মধ্যমগ্রাম-বিরাটির মাঝে ব্রিজের কাজ বাতিল, শনি-রবি স্বাভাবিক ট্রেন চলাচল – birati madhyamgram rail work is being stopped train service to be normal


শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝে একটি সেতু মেরামতির কাজ হওয়ার কথা ছিল। এর প্রভাব পড়ত ট্রেন পরিষেবার উপর। কিন্তু, শুক্রবার রাতে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রেলের তরফে। সেখানে জানানো হয়েছে, এই কাজ আপাতত হচ্ছে না। ফলে সপ্তাহান্তে স্বাভাবিক থাকবে ট্রেন চলাচল।পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে আগে জানানো হয়েছিল, বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝে একটি রেল সেতু মেরামতির কাজ হবে শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত। এর জেরে আপ এবং ডাউন লাইনে থাকবে পাওয়ার ব্লক। আর এই কারণে বনগাঁ , হাসনাবাদ শাখাতে ট্রেন চলাচল প্রভাবিত হবে। কিছু লোকাল বারাসত পর্যন্তই যাবে বলে জানানো হয়।

শনিবার বাতিল করা হয়েছিল একটি আপ ও ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল ও হাসনাবাদ-শিয়ালদা লোকাল। রবিবারও কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছিল। এর মধ্যে ছিল বনগাঁ-শিয়ালদা, হাসনাবাদ-শিয়ালদা, হাবড়া-শিয়ালদা, বনগাঁ-মাঝেহাট এবং হাসনাবাদ-বিবাদী বাগ লোকাল। অন্যদিকে, বারাসত থেকেও কিছু লোকালের যাত্রা সংক্ষিপ্ত করা হয়। সেগুলি হল শিয়ালদা-হাসনাবাদ , শিয়ালদা-হাবড়া, শিয়ালদা-গোবরডাঙা, মাঝেরহাট-দত্তপুকুর, শিয়ালদা-দত্তপুকুর ও মাঝেরহাট-হাসনাবাদ লোকাল। ৩০ তারিখ সময়সূচিতে বদল আনা হয় বন্ধন এক্সপ্রেস এবং একটি ডাউন বনগাঁ শিয়ালদা লোকালের।

রবিবার বাতিল করা হয়েছিল বনগাঁ-শিয়ালদা, দত্তপুকুর-শিয়ালদা,হাসনাবাদ-শিয়ালদা,মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর, বনগাঁ-মাঝেরহাট, মাঝেরহাট-মধ্যমগ্রাম, বরাসত-বনগাঁ লোকাল। স্বাভাবিকভাবেই এই ট্রেন বাতিলে চিন্তায় পড়েছিলেন বনগাঁ-হাসনাবাদ লাইনের যাত্রীরা। এর আগে প্ল্যাটফর্ম সম্প্রসারণের জন্য শিয়ালদা স্টেশনে একাধিক যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়েছিল। ট্রেন বাতিলের জন্য সমস্যায় পড়েছিলেন একাধিক যাত্রী। এবার নতুন করে ট্রেন বাতিলের সিদ্ধান্তে বিপাকে পড়তে হত অনেককেই।

কিন্তু, যাত্রীদের উদ্বেগের মাঝেই এবার বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝে সেতু মেরামতির কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। এই বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

তিনি জানান, আপাতত এই কাজ বন্ধ রাখা হচ্ছে। তবে কী কারণে কাজ বন্ধ রাখা হয়েছে তা স্পষ্ট নয়। পরবর্তীতে যদি কোনও কাজ হয় সেক্ষেত্রে নতুন করে নোটিশ জারি করা হবে বলে জানিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই রেলের এই ঘোষণায় অনেকটাই স্বস্তিতে নিত্যযাত্রীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *