Barrackpore Police : মোবাইলের সূত্রে ধরে সাফল্য, বেলঘরিয়া শ্যুট আউট কাণ্ডে বিহার থেকে গ্রেফতার ৩ – three persons arrested by west bengal barrackpore police in belgharia shoot out case


বেলঘরিয়া শ্যুট আউট কাণ্ডে অবশেষে গ্রেফতার ৩। বিহার থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মোবাইল সূত্ৰ ধরেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ধৃতদের আজ, শনিবার আদালতে তোলা হয়।বেলঘরিয়াতে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অবশেষে বিহার থেকে ৩ জন কে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম সাহিল কুমার, অঙ্কিত কুমার ও রাহুল কুমার। তিনজনেই বিহারের সমস্তিপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বিহারে জেলে বন্দী কুখ্যান গ্যাংস্টার সুবোধ সিং এর নাম জড়িয়ে ছিল এই শ্যুট আউটের ঘটনায়।

অভিযোগ উঠেছে, এই সুবোধ সিং বিহারে জেলে বসে ব্যবসায়ী অজয় মণ্ডলকে ধমকি দিচ্ছিল আর সেই সূত্র ধরেই পুলিশ তদন্ত শুরু করে বিহারে পৌঁছে যায়। তার পর যে নম্বর থেকে হুমকি ফোন এসেছে সেই নম্বরের সূত্র ধরে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিহারের আদালত থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে ব্যারাকপুর আসে পুলিশ।

শনিবার ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে 307,384,386,12B, 34 IPC, 25/27 ধারায় অভিযোগ দায়ের করে আদালতে তোলা হয়। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা, সে ব্যাপারে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। ৫ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রের খবর।

ব্যবসায়ী অজয় মণ্ডল জানিয়েছিলেন, হুমকি ফোনে তাঁকে শাহজাদা নামে এক তোলাবাজের সঙ্গে সমঝোতা করে চলতে বলা হয়েছিল ৷ সেই ফোনের সূত্র ধরেই পুলিশ প্রাথমিকভাবে তদন্ত শুরু করে। শ্যুট আউট কাণ্ডে ভিন রাজ‍্যের দুষ্কৃতীদের যোগ রয়েছে বলেও ধারণা ছিল পুলিশের ৷ তবে, স্থানীয় অপরাধীদের সঙ্গে বিহারের অপরাধীদের বিষয়টিও পুরোপুরি উড়িয়ে দেয়নি পুলিশ। এখানকার কোনও অপরাধী এই ঘটনায় যুক্ত রয়েছে কিনা, সে ব্যাপারেও তদন্ত করে দেখা হচ্ছে।

বিহারে প্রশ্ন ফাঁসে পশ্চিমবঙ্গ থেকে পুলিশের জালে ৩
উল্লেখ্য, গত ১৫ বেলঘরিয়া রথতলা মোড়ে ব্যবসায়ী অজয় মণ্ডলের বিলাসবহুল গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আচমকাই একটি বাইকে করে তিনজন দুষ্কৃতী গাড়িটিকে ঘিরে ধরে। রথতলা মোড়ে দাঁড়িয়ে থাকা ওই ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে পরপর ৮ রাউন্ড গুলি চালায়। এরপর সেই ব্যবসায়ীকে একাধিক নম্বর থেকে ফোন করা হয় বলে অভিযোগ। ফোনে তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অসিযোগ করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *