BJP West Bengal : মালদা গ্রেফতার বিজেপি পঞ্চায়েত প্রধান, অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত সন্দেহে ধৃত আরও ৫ – malda bjp gram panchayat pradhan arrested with huge arms


মালদা বিজেপির এক পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করল পুলিশ। ধৃত বিজেপি পঞ্চায়েত প্রধানের নাম দেবাশিস মণ্ডল। বিজেপি পঞ্চায়েত প্রধান অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। ঘটনায় বিজেপি প্রধান ছাড়া আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র।জানা গিয়েছে, মালদার মানিকচক থানার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল। অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল ছাড়াও আরও পাঁচজনকে শনিবার সকালে গ্রেফতার করা হয়। সেই তালিকায় মানিকচক ব্লকের যুব তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য সারবান মণ্ডলও রয়েছ বলে খবর।

মানিকচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায়। সেখানে আম বাগান থেকে বিজেপি প্রধান সহ এই ছয় জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে একটি সেভেন এমএম পিস্তল, আট রাউন্ড কার্তুজ, দুটি ম্যাগাজিন ও দুটি মোটরবাইক। আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে ওই ছয় জন আমবাগানে জড়ো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এত পরিমাণ অস্ত্র কোথা থেকে এল, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এই অস্ত্র কারবারের সঙ্গে আর কারা যুক্ত সে ব্যাপরে তদন্ত শুরু হয়েছে।

লোকসভা নির্বাচনের পরেই বিভিন্ন জেলায় অস্ত্র ভান্ডারের হদিশ পাচ্ছে পুলিশ। বিভিন্ন জেলা থেকে অস্ত্র উদ্ধার করা হচ্ছে। এবার মালদাতেও অস্ত্র উদ্ধার করা হল। এতো পরিমাণ অস্ত্র কোনও নাশকতামূলক কাজের জন্য সংগ্রহ কেয়া হয়েছিল কিনা, সে বিষয়টি নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

২ বছর পর ফের সুখবর, ১৩০০ কেজি মালদার হিমসাগর যাচ্ছে দুবাই-ব্রিটেন
উল্লেখ্য, কয়েক মাস আগেই ময়নার দক্ষিণ হরকুলি গ্রামে বিজেপির বুথ সভাপতিকে গ্রেফতার করা হয়েছিল। ২০২২ সালে খানাকুলে দুয়ারে সরকার ক্য়াম্পে ডেটা এন্ট্রির দায়িত্বে ছিল এই যুবক। ওই যুবক ষড়যন্ত্র করে ভুল ব্যক্তিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়েছিল বলে অভিযোগ। জানা যায়, ২০২২ সালে খানাকুল ২ নম্বর ব্লকের BDO-র কম্পিউটার হ্যাক করে শ্রীকান্ত তার পাসওয়ার্ড হাতিয়ে নেন। মহিলাদের ব্য়াঙ্ক অ্য়াকাউন্টের নম্বরের জায়গায় তাঁর বাবা-সহ ময়নার ১২ জনের অ্য়াকাউন্টের নম্বর দিয়ে দেন। এরপর সেই টাকা পৌঁছে যায় অশোক দাস সহ বাকিদের অ্য়াকাউন্ট। সরকারি পরিষেবা নিয়ে প্রতারণা করার জন্য ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *