সমুদ্র সৈকতের পাশে দীঘাশ্রীতে এইবারে বসেছে বেঙ্গল কাজু অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন। দীঘাশ্রী কনভেনশন সেন্টারে বেঙ্গল কাজু কনফারেন্স আয়োজিত হয়েছিল। বর্তমানে বাংলায় কাজু শিল্প এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে বলে জানানো হয় এই সম্মেলনে। কাজু শিল্পের মানচিত্রে বাংলায় মেদিনীপুরের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বেঙ্গল কাজু অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন চলবে তিন দিন ধরে বলে জন গিয়েছ। বেঙ্গল কাজু অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। কাজু শিল্প আগামী দিনে আরো অনেক উন্নতির পথ দেখছে এমনটাই বার্তা দিলেন তিনি। কাজু ব্যবসায়ীদের সামগ্রিক উন্নয়নে সরকার তাদের পাশে আছে। আসুন দেখে নয় সেই ভিডিয়ো।