DY Chandrachud In Kolkata : মা ভবতারিণীর দরবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি – supreme court chief justice dy chandrachud worships at dakshineswar temple watch the video


বার লাইব্রেরির দ্বিশতবর্ষ উপলক্ষ্যে কলকাতায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। শুক্রবার এই অনুষ্ঠানে যোগ দেন তিনি। শনিবার ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির রিজিওনাল কনফারেন্সেও যোগ দিয়েছিলেন। দক্ষিণেশ্বর মন্দিরেও এদিন পুজো দিতে গিয়েছিলেন প্রধান বিচারপতি। কড়া নিরাপত্তায় মোড়া হয়েছিল মন্দির চত্বর। রীতি মেনে মায়ের কাছে পুজো দেন। তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণেশ্বর মন্দিরের অছি পরিষদের সম্পাদক কুশল চৌধুরী। কনফারেন্সে যোগ দিয়ে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, ‘আইনজীবীদের মধ্যে পেশাদারিত্বের অভাবেই আদালতের মান পড়ে যাচ্ছে এবং বিচারবিভাগের উপর আস্থা হারাচ্ছেন মানুষ। কলকাতায় আসতে পছন্দ করি, তাই আমন্ত্রণ পেতেই রাজি হয়ে যাই আসতে, কলকাতা আমার প্রিয় শহর’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *