RPF : রেল যাত্রীদের অভিনব কায়দায় প্রতারণা, বর্ধমান থেকে গ্রেফতার যুবক – one person arrested by mumbai central rail police for fraudulent allegation from bardhaman


সাধারণ যাত্রী সেজেই ট্রেনে উঠতো যুবক। এরপর আলাপচারিতায় মেতে উঠত ট্রেনের অন্যান্য যাত্রীদের সঙ্গে। কথার ফাঁকেই রেলের বিভিন্ন সুযোগ-সুবিধার নাম করে বিলি করা হতো কার্ড। এর পেছনেই ফাঁদ পাতা হতো বড় প্রতারণা চক্রের। এরকমই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত এক যুবককে আটক করল পুলিশ। ধৃত যুবককে বর্ধমানের পূর্বস্থলী থেকে গ্রেফতার করা হয়।রেলের গুরুত্বপূর্ণ কার্ড বিলি করে রেল যাত্রীদের প্রতারণা করার অভিযোগে শনিবার সকালে পূর্বস্থলী থানার সিঙ্গারী গ্রাম থেকে এক যুবককে গ্রেফতার করা হয়। মহারাষ্ট্রের মুম্বাই সেন্ট্রাল থানার রেল পুলিশ যুবককে গ্রেফতার করে। ধৃত যুবকের নাম নজরুল শেখ। ধৃতকে এদিন কালনা মহকুমা আদালতে হাজির করিয়ে সাত দিনের ট্রানজিট রিমান্ড চায় মহারাষ্ট্রের রেল পুলিশ। বিচারক আবেদনে সাড়া দিয়ে ৫ দিনের ট্রানজিট রিমান্ড দিলে ধৃত নজরুলকে নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় রেল পুলিশ।

ধৃত নজরুলের বিরুদ্ধে অভিযোগ সে একটি কুখ্যাত প্রতারক দলের সঙ্গে যুক্ত। তাদের কাজ ছিল দেশের বড় বড় রেল স্টেশনে গিয়ে যাত্রী সেজে ট্রেনে উঠে পড়া। তারপর বিপুল সুযোগ সম্বলিত রেলের কার্ড বিতরণের নামে সহ যাত্রীদের ফাঁদে ফেলে তাদের সঙ্গে আর্থিক প্রতারণা করা।

Cyber Fraud : ফের সাইবার প্রতারণার থাবা! পাক হুমকি শিক্ষিকাকে

এই দলের হাতে প্রায় দুই লাখ টাকা প্রতারণার শিকার হওয়া একজন রেলযাত্রী রেলের মুম্বাই সেন্ট্রাল থানায় অভিযোগ লিপিবদ্ধ করেন। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৪২০/ ৩৪ ধারায় মামলা শুরু হয়। এই মামলার তদন্তকারী দলের তিনজন রেল পুলিশ অফিসার সুরেশ ইয়েল্লা, গণেশ শিবসাগর এবং আবসিট তেলোনি এদিন কালনা আদালত চত্বরে সাংবাদিকদের সম্মুখীন হয়ে জানান, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে সে ব্যাপারে খোঁজ করা হবে। অন্যদিকে ধৃত নজরুল শেখ বলে এক বন্ধু আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।

বারাসতের স্কুল শিক্ষিকার মোবাইলে অশ্লীল ছবি পাঠিয়ে হুমকি, তদন্তে পুলিশ
পুলিশ অনুমান করছে, এই চক্রের একটি বড় গ্যাং রয়েছে। সেই গ্যাংয়ের সদস্যরাই নিজেদের মধ্যে যোগাযোগ রেখে দেহসের বিভিন্ন প্রান্তে এলের যাত্রীদের এইভাবে প্রতারণার ফাঁদে ফেলত। সেই দলের এক সদস্য ধৃত নজরুল শেখ। নজরুলের সঙ্গে এই রাজ্যের কারও যোগাযোগ ছিল কিনা, সে ব্যাপারেও দেখা হবে বলে রেল পুলিশের তরফে জানানো হয়েছে। রেল যাত্রীদের এরকম প্রতারকের ফাঁদে পা না দেওয়ার জন্য সচেনতনতার বার্তা দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *