রাজ্যপালের মন্তব্যের বিরোধিতা অধীর রঞ্জন চৌধুরীর। সিভি আনন্দ বোস এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন বলে মন্তব্য। কেন্দ্রের বিরুদ্ধে ন্যায় সংহিতা নিয়েও তোপ অধীরের। এবার বাংলার অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘এটা ভীষণ শকিং এটা দেখে যে পশ্চিমবঙ্গ অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। জনগনের টাকা দান খয়রাতিতে চলে যাচ্ছে। সেকারণে একজন দায়িত্বশীল রাজ্যপাল হিসাবে ভারতের সংবিধানের ১৬৭ ধারা অনুসারে আমার উপর ক্ষমতা অর্পণ করা হয়েছে তার মাধ্য়মে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য জরুরী ভিত্তিতে মন্ত্রিসভার মিটিং ডাকার জন্য বলেছি ও রাজ্যের বর্তমান অর্থনৈতিক অবস্থা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে তা নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের জন্য বলেছি’ জানিয়েছেন রাজ্যপাল । আসুন আরও বিস্তারিত জানতে দেখে নিন এই ভিডিয়ো।