Bongaon Sealdah Train Time,হাবড়া স্টেশনের কাছে বড় বিপত্তি! বনগাঁ-শিয়ালদা শাখায় বন্ধ ট্রেন চলাচল – local train service has been disrupted in bongaon sealdah line


বনাগাঁ-শিয়ালদা শাখায় ট্রাকের ধাক্কায় রেল গেট ভেঙে গিয়ে পড়ল ওভারহেডের তারে। ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ ডাউন লাইনের রেল চলাচল। জানা গিয়েছে, হাবড়া এলাকায় ৩০ নম্বর রেল গেটটি গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছিল। রেল গেটটি গিয়ে পড়ে ওভারহেডের তারে। ফলে সেখান থেকে আগুনের ফুলকি বের হতে থাকে। এদিকে এরই মাঝে সেখানে পৌঁছয় ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল। আগুনের ফুলকি দেখে চরম আতঙ্ক ছড়ায় ট্রেনের যাত্রীদের মধ্যে। তড়িঘড়ি ট্রেন থেকে লফিয়ে নামতে শুরু করেন যাত্রীরা। হুড়োহুড়িতে কয়েকজন আহত হয়েছেন বলেও স্থানীয় সূত্রে খবর।দ্রুত ঘটনার কথা ছড়িয়ে পড়ে এলাকায়। ফলে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় মানুষজন। পাশাপাশি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। ঘটনার জন্য রেলের গাফিলতিকেই দায়ী করেন তাঁরা। এর ফলে বড়সড় বিপদ ঘটে যেতে পারত বলেও মনে করছেন কেউ কেউ। ঘটনার জেরে বেশকিছুক্ষণ বন্ধ ট্রেন চলাচল। যদিও এদিন রবিবার, ছুটির দিন। তাই সপ্তাহের কাজের দিনের তুলনায় খুব স্বাভাবিকভাবেই যাত্রীদের ভিড় কম। কিন্তু তারপরেও যে সমস্ত মানুষ এদিন বিভিন্ন কারণে ট্রেনে সফর করছিলেন, তাঁদের এই ঘটনার জেরে ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়।

এই বিষয়ে পূর্ব রেলের মুখ্যজনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, একটি ট্রাক ধাক্কা মারার ফলে রেলগেটটি ওভারহডের তারের উপরে পড়েছে। বর্তমানে পাওয়ার ব্লক নিয়ে মেরামতির কাজ চলছে। ওই ট্রাক চালকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলেও জানান কৌশিক মিত্র।

প্রসঙ্গত, শিয়ালদা শাখায় বিভিন্ন কারণে প্রায়শই দুর্ভোগের অভিযোগ ওঠে যাত্রীদের পক্ষ থেকে। কখনও রেলের কাজের জেরে পাওয়ার ব্লক, তো কখনও আবার দেরিতে ট্রেন চলাচল। যার ফলে প্রায়শই নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে সমস্যার সম্মুখিন হন যাত্রীরা। আর এবার রেল গেট ওভারহেডের তারে ভেঙে পড়েও ভোগান্তির শিকার হতে হল যাত্রীদের। এখন দেখার কখন স্বাভাবিক হয় ট্রেন চলাচল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *