Monsoon In West Bengal,রবির সকালেই কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি, ৩ জেলায় কমলা সতর্কতা, জানুন ওয়েদার আপডেট – monsoon rain in kolkata on 30 june 2024 and orange alert in 3 district of north bengal


উত্তরের পর এবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেও প্রবেশ করেছে বর্ষা। ইতিমধ্যেই তা সক্রিয়ও হয়েছে। আর তার ফলে আগামী কয়েকদিন রাজ্যের সমস্ত জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। ফলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই ৪ জেলায়। আবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ারে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ওই ৩ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি থাকছে হলুদ সতর্কতা।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার ৩০ তারিখ দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের বেশকিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও নদিয়ার বেশকিছু জায়গায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এর মধ্যে দুই ২৪ পরগনায় ৩০-৪০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। তবে শুধু রবিবার নয়, দক্ষিণবঙ্গে টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস থাকছে। সেক্ষেএে নতুন সপ্তাহে সোম এবং মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। যদিও এই দু’দিনের জন্য অবশ্য কোনও সতর্কতা জারি করা হয়নি।

কলকাতার ওয়েদার কেমন?

এদিকে বুধবার কলকাতায় সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু। হাওয়া অফিস জানাচ্ছে, আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে দিনভরই হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি। এদিন শহরের সর্বোচ্চ তাপামাত্রা থাকতে পারে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি কম। আর দিনের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

অন্যদিকে উত্তরবঙ্গে এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। সেখানে জারি রয়েছে কমলা সতর্কতা। আর উত্তরের বাকি জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এরপর সোমবারও উত্তরের উপরের ৫ জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। পাশাপাশি ২ দিনাজপুরেও হতে পারে ভারী বৃষ্টি। সেক্ষেত্রে আপাতাত আগামী ৩ তারিখ পর্যন্ত উত্তরের বিভিন্ন জেলায় বর্ষণের পূর্বভাস থাকছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *