School In West Bengal,আড়াই মাস স্কুল বন্ধ, রাজ্য সড়ক অবরোধ পড়ুয়াদের – bhangra school teachers and students demand for remove central force


এই সময়, ভাঙড়: প্রথমে দেড় মাস গরম ও লোকসভা নির্বাচনের ছুটি। নির্বাচন মিটে যাওয়ার একমাস পরেও স্কুল দখল করে কেন্দ্রীয় বাহিনী। টানা আড়াই মাস পঠনপাঠন শিকেয়। এরই প্রতিবাদে রাস্তায় বসে অবরোধ করল স্কুলের ছাত্র-ছাত্রীরা। শনিবার ভাঙড় ২ ব্লকের বামনঘাটা হাইস্কুলের পড়ুয়ারা ১২টা নাগাদ বামনঘাটা বাজারের কাছে বাসন্তী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।আধ ঘণ্টা ধরে অবরোধ চলায় বাসন্তী রাজ্য সড়কে তীব্র যানজট তৈরি হয়। খবর পেয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে যায়। থানার ওসি মনোজকুমার ঝাঁ ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেন। বামনঘাটা হাইস্কুলের প্রধান শিক্ষক মানস হালদার বলেন, ‘এটা পিছিয়ে পড়া এলাকা। এই এলাকার বহু ছাত্র-ছাত্রীর গৃহ শিক্ষকের কাছে পড়ার ক্ষমতা নেই। তাদের কাছে স্কুলের পড়াশোনাই একমাত্র ভরসা। দ্রুত স্কুল খোলার জন্য প্রশাসনের কাছে আমরা আর্জি জানাচ্ছি।’

রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে গত ২২ এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হয়। তার মধ্যে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় বহু স্কুলে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা করা হয়। ভোট মিটে যাওয়ার পর সরকারি নির্দেশ অনুযায়ী ৩ জুন থেকে স্কুলের কাজকর্ম শুরু হয়ে যায়। ১০ জুন থেকে স্কুলের পঠনপাঠন শুরু হয়।

ভোট মিটে গেলেও এখনও বহু স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় ঠিকমতো ক্লাস শুরু করা যায়নি বলে অভিযোগ। বহু স্কুল বাধ্য হয়ে বিভিন্ন ক্লাস বিকল্প দিনে ভাগ করে দিয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকায় ভাঙড় কলেজের চতুর্থ সেমেস্টারের ইন্টারনাল ও টিউটোরিয়াল পরীক্ষা পিছিয়ে দিতে হয়েছে। এই নিয়ে ক্ষুব্ধ কলেজ পড়ুয়ারাও।

আর গরমে ক্লাস নয়, মুর্শিদাবাদের সরকারি স্কুলে এবার এসি

বামনঘাটা হাইস্কুল সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলের প্রায় কুড়িটি ক্লাসরুম দখল করে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। স্কুলের বাথরুম থেকে শুরু করে সর্বত্রই তাঁদের দখলে। ফলে সব জায়গায় স্কুল খুলে গেলেও বামনঘাটা হাইস্কুলে এখনও পর্যন্ত খোলা যায়নি। এই পরিস্থিতিতে দ্রুত স্কুলের পঠনপাঠন শুরু করার জন্য বিক্ষোভে সামিল হন স্কুলের পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা।

দশম শ্রেণির ছাত্র রবিন মণ্ডল বলে, ‘স্কুল বন্ধ থাকার কারণে আমাদের পড়াশোনা ব্যহত হচ্ছে। সামনে আমাদের মাধ্যমিক পরীক্ষা। তার আগে যদি সিলেবাস শেষ না হয় তা হলে আমরা ভীষণ সমস্যায় পড়ে যাব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *