ভোজন রসিক বাঙালির মিষ্ট অতি প্রিয়। রসগোল্লা কিংবা জলভরা সন্দেশ, মনোহারা অথবা ল্যাংচা শেষ পাতে মিষ্টি না হলে বাঙালির ঠিক মনে ভরে না! তার সাথে যদি দই হয় তাহলে তো কথাই নেই। আর দই বলতে এই মুহূর্তে প্রথমেই মনে আসে সিঙ্গুরের নাম। সম্প্রতি হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও ভোট প্রচারে এসে সিঙ্গুরের দই খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তাঁর সেই প্রশংসার ভিডিয়ো নেট দুনিয়ায় এখনো কার্যত ভাইরাল। দূরদুরান্ত থেকে ক্রেতারা আসেন এই দইয়ের টানে। দইয়ে গুণমুগ্ধ সকলে। কিন্তু কি আছে সিঙ্গুরের দই-এ। কিভাবেই বা তৈরী হয় সেই দই? আর কেনই বা এত প্রশংসা করেছিলেন লোকসভা ভোটের প্রচারের সময় রচনা? সিঙ্গুরের দইয়ের বিশেষত্ব কী? খোঁজ নিল এই সময় ডিজিটাল। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।