West Bengal Latest News,ঝাড়গ্রামে চোর সন্দেহে গণপিটুনি! ৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানলেন সৌরভ, আশঙ্কাজনক বন্ধুও – jhargram youth lost life after after beaten up by mob


চোর সন্দেহে গণপিটুনির জেরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল এক ২৩ বছরের টোটো চালক সৌরভ সাউয়ের। মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জা লড়ছেন টোটো চালকের ২২ বছরের বন্ধু অক্ষয় মাহাতো। রবিবার সকালে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সৌরভের। তাঁর বাড়ি ঝাড়গ্রামের বেনাগেড়িয়া গ্রামে। তাঁর বন্ধু অক্ষয়েরও বাড়ি বেনাগেড়িয়াতে।সৌরভের পরিবার সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২২ তারিখ সৌরভ তাঁর মায়ের স্কুটি নিয়ে বন্ধুর সঙ্গে জামবনি থানার অন্তর্গত খাটখুরা এলাকায় একটি কাজের জন্য গিয়েছিলেন। খাটখুরা থেকে ফেরার সময় বিকেলে এলাকার মানুষজন চোর সন্দেহে সৌরভ ও তাঁর বন্ধু অক্ষয়কে গণপিটুনি দেয় বলে অভিযোগ। জানা গিয়েছে, খাটখুরা এলাকায় একটি রাস্তা নির্মাণের কাজ হচ্ছিল। সেখানে ঠিকাদারি সংস্থার রাস্তা নির্মাণের গাড়ি রাখা ছিল। সেই গাড়ি থেকে জিনিসপত্র চুরির অভিযোগ তুলে তাদের দু’জনকে গণপিটুনি দেয় গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামবনী থানার পুলিশ। দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ দিনের মাথায় মৃত্যু হয় সৌরভের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তাঁর বন্ধু। সৌরভের বাবা পেশায় টোটো চালক অবনী সাউ বলেন, ‘আমার ছেলে তাঁর বন্ধুর সঙ্গে স্কুটি নিয়ে বেড়াতে গিয়েছিল। এলাকার মানুষজন চোর সন্দেহে ওদের আচমকা মারধর শুরু করে। পরে আমরা বিষয়টি জামবনি থানার মারফত জানতে পারি। হাসপাতালে ফিরে দেখি আমার ছেলে ও তাঁর বন্ধু হাসপাতালে ভর্তি।’ তিনি কান্না জড়ানো গলায় এদিন বলেন, ‘এভাবে আইন হাতে তোলা উচিত নয়। কারও উপর সন্দেহ থাকলে পুলিশে খবর দেওয়া উচিত। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

জামবনি থানার আইসি বিশ্বজিৎ সাহা এই ঘটনা প্রসঙ্গে জানান, মামলা করা হয়েছে। গণপিটুনি নাকি অন্য কোনও কারণ, কী ভাবে এই ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

উল্লেখ্য, ছেলেধরা সন্দেহে রাজ্যের বিভিন্ন জায়গায় গণপিটুনির ঘটনা সামনে আসছিল। এরই মধ্যে খাস কলকাতায় একটি হস্টেলে মোবাইল চোর সন্দেহে এর ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল। একই সঙ্গে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় ২২ বছরের প্রসেন মণ্ডলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *