চোপড়ায় ‘তালিবানি শাসন’! জেসিবির আরও এক কীর্তি ফাঁস, IC-কে শোকজ – chopra viral video case chopra police station ic amaresh singha show caused over the incident


ভিডিয়োকাণ্ডের জের, শো-কজ করা হল চোপড়া থানার আইসি অমরেশ সিংহকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, এক মহিলাকে লাঠি দিয়ে ক্রমাগত মেরে চলেছে এক ব্যক্তি। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। জানা গিয়েছে, এই ভিডিয়োটি চোপড়ার। লাঠি হাতে ওই ‘দাদা’ এলাকায় জেসিবি নামে পরিচিত। তবে তার আসল নাম তাজিমুল ইসলাম। ঘটনায় রবিবারই গ্রেফতার করা হয়েছে তাকে। সোমবার তাকে আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।ঘটনার পর রাজ্য রাজনীতি তোলপাড়। নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসনও। এই ঘটনায় এবার চোপড়া থানার আইসি অমরেশ সিংহকে শো-কজ করা হল। এদিকে জেসিবি হিসেবে পরিচিত তাজিমুলের আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অপর এক মহিলাকেও একইভাবে পেটাচ্ছে সে। সংশ্লিষ্ট ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

সেই ভিডিয়োতেও দেখা যাচ্ছে, এক ব্যক্তি এবং মহিলাকে বেঁধে নিয়ে যাওয়া হয় একটি নির্মীয়মাণ বাড়িতে। সেখানে তাঁদের বেধড়ক পেটানো হয়। তবে কী কারণে তাঁদের মারধর করা হচ্ছে? এই ঘটনাটি কবেকার? সেই প্রসঙ্গে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।

চোপড়ার ভিডিয়ো নিয়ে যখন শোরগোল পড়ে গিয়েছে, সেই সময় জেসিবির পুরনো এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর নতুন করে আলোড়ন পড়ে গিয়েছে। ইসলামপুরের পুলিশ সুপার জানিয়েছেন, ওই ব্যক্তির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করা হয়েছে। যদি কোনও নতুন ভিডিয়ো সামনে আসে সেক্ষেত্রে তার ভিত্তিতে তদন্ত করে পদক্ষেপ করা হবে।

রয়েছে ১২টি পুরনো মামলা, চোপড়াকাণ্ডে ‘জেসিবি’-কে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

রাজ্য পুলিশের তরফে বলা হয়েছে, ‘গোটা ঘটনাটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’ পাশাপাশি চোপড়ার ঘটনা সামনে আনার পর কী কী পুলিশি পদক্ষেপ করা হয়েছে সেই বিস্তারিত খতিয়ানও তুলে ধরা হয়েছে। সেখানে জানানো হয়েছে, এই ঘটনায় ভুয়ো তথ্য ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং ঘটনাটিকে রাজনৈতিক রং দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। এই ঘটনা নজরে আসার পরেই তৎক্ষনাৎ পদক্ষেপ করে পুলিশ। অপরাধীকে চিহ্নিত করে তাকে গ্রেফতার করা হয়। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনায় নিগৃহীতদের পুলিশি সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে।’ এদিকে যাকে নিয়ে এত হইচই সেই জেসিবিকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা প্রশ্ন করলে চুপ ছিলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *