Akshay Kumar: ৩ বছরে ৭টা ফ্লপ! প্রযোজকের ৮০০ কোটি ডুবিয়েও হাতে ১০টি ছবি – akshay kumar wins 10 films despite producers rs 800 crore sink watch video


ছবির দুনিয়া আজব দুনিয়া। কারও একটা সুযোগ পেতে জীবন কেটে যায়। আবার কেউ একের পর এক ফ্লপ দিয়েও মোস্ট ওয়ান্টেডের তালিকায় থেকে যান। এই মুহূর্তে তেমনই এক স্টারের দৌলতে ৭টি ছবি ফ্লপ হয়েছে। বক্স অফিসে খোয়া গিয়েছে ৮০০ কোটি টাকা! কথা হচ্ছে অক্ষয় কুমারের। খানদের পর, ইন্ডাস্ট্রিতে তাঁর মতো হিট খুব কম অভিনেতাই দিয়েছেন। একার কাঁধে ছবিও টানতে পারেন দিব্যি। সামাজিক নানা বিষয় নিয়ে সফল ছবি করে মানুষের মন জিতেছেন। আবার সেই অভিনেতাই একের পর এক ফ্লপ দিয়েছেন। তিন দশকের কেরিয়ারে নিজেকে তিল তিল করে তৈরি করেছেন তিনি। খানদের সাম্রাজ্যে নিজের সুখী রাজত্ব গড়ে তুলেছেন। কিন্তু শেষ সাতটি ছবি বার বার তাঁকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে। Bachchhan Paandey, Samrat Prithviraj, Raksha Bandhan, Ram Setu, Selfiee, Misssion Raniganj এবং সাম্প্রতিক ফ্লপ Bade Miyan Chote Miyan-এই সাত ছবি ৮০০ কোটি টাকার লস খাইয়েছে প্রযোজককে। কিন্তু তাতেও অক্কিতেই ভরসা অটুট প্রযোজক-পরিচালকদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *