কিন্তু বাচ্চাদের জন্য মজুত চাল, ডাল, ডিম এখানেই রাখতে হয়। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একশোর উপর শিশু আসে। গরিব ঘরের বাচ্চাদের স্কুলের গণ্ডির মধ্যে নিয়ে আসতে সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছে। অঙ্গনওয়াড়ি তার মধ্যে অন্যতম। সেখানে এখানকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এমন অবস্থায় কেউ আসতেই চাইছে না। অবিলম্বে মডেল সেন্টার না হলে আর ছেলেমেয়েদের এখানে পাঠাবেন না বলে জানিয়েছেন অভিভাবকদের অনেকেই।
অভিভাবকদের একজন সুস্মিতা রায় বলেন, ‘অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাচ্চাদের পাঠিয়েও শান্তি নেই। কখন কী বিপদ ঘটে সেই ভয়ে ভয়ে থাকি। এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা ব্লক প্রশাসনে জানানো হয়েছে। কিন্তু কিছুই হয়নি। এই পরিস্থিতি থাকলে আর বাচ্চাদের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠানো যাবে না।’
কচিকাঁচাদের বক্তব্য, বেশ ভয়ে ভয়েই তারা এখানে পড়াশোনা করতে আসে। আগাছা থেকে কখনও সাপ বেরোচ্ছে। আবার কখনও আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তা ছাড়া মশার কামড় তো আছেই। খাবারে মাছি বসে।
অঙ্গনওয়াড়ি কর্মী দেবীরানি আচার্য বলেন, ‘আমরা আর পারছি না। বারবার আবেদন করেছি। কিছুই হয়নি। জলের কল নেই। অন্যের কলে থেকে জল আনতে গেলে বকাঝকা শুনতে হয়। ছাদ দিয়ে জল পড়ছে। বিষধর সাপ বেরিয়ে পড়ছে। বিপদের মধ্যে আমরা আছি। এ ভাবে সেন্টার চালানো যায় না। আমরা চাইছি মডেল সেন্টার করে দেওয়া হোক। কিন্তু কেউই কোনও কথায় গুরুত্ব দেয়নি।’ খানাকুল ব্লক প্রশাসন অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।