স্বাধীনতার পর কেটে গিয়েছে ৭৬ বছর। কিন্তু এখনও রেল পরিষেবা থেকে বঞ্চিত বাঁকুড়ার জঙ্গলমহল। প্রস্তাবিত ছাতনা-মুকুটমনিপুর রেলপথের ভবিষ্যতও অনিশ্চিত। জঙ্গলমহলের অপু-দুর্গারা দেখেইনি বাড়ির কাছে কোনও রেলগাড়ি। ট্রেন পরিষেবা কবে মিলবে তা ভবিষ্যতের উপর ছেড়ে ছোটদের ট্রেন চেনাতে অভিনব উদ্যোগ নিল স্থানীয় প্রশাসন। রেল লাইন নেই অথচ গ্রামের মাঝে দাঁড়িয়ে আস্ত একটা ট্রেনের বগি। সম্পূর্ণ রেল যোগাযোগ বিহীন রানীবাঁধের রুদড়া গ্রাম পঞ্চায়েতের নারাণপুর গ্রামে গেলেই দেখা মিলবে এই ট্রেনের। আসলে ট্রেনটি একটি নবনির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্র। স্থানীয় সূত্রে খবর, নারায়ণপুর গ্রামে একটি চালু অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকলেও নিজস্ব ভবন ছিল না। গ্রামের এক জনের বাড়িতেই এই কেন্দ্রটি বিগত ১০ বছর ধরে চলছিল। এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি মেনে তৈরি করা হয়েছে এই কেন্দ্র। ছোটদের উৎসাহ দিতেই তৈরি রেলের অনুকরণে। দারুণ খুশি স্থানীয়রাও।