Coochbehar News: টাকা গয়না ছেড়ে পার্সেলের সন্ধান! দিনে দুপুরে বাসে উঠে গুলি দুষ্কৃতিদের – shootout inside a bus at coochbehar in broad daylight injured several watch video


একেবারে পর্দায় দেখা অ্যাকশন মুভির দৃশ্য। দিনে দুপুরে বাস থামিয়ে তাতে উঠে গুলি চালাল দুষ্কৃতিরা। কিন্তু সাধারণ ডাকাতি নয়। দুষ্কৃতিরা এসেছিল এক পার্সেলের খোঁজে। প্রত্যক্ষদর্শী যাত্রীদের কথা শুনলে শিউড়ে উঠবেন আপনিও। সোমবার দুপুরে কোচবিহার জেলার ঘোকসাডাঙা থানা এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনায় দুষ্কৃতিদের মারে জখম বাস চালক সহ বেশ কয়েকজন। জানা গিয়েছে, বাসের ড্রাইভারকে ব্যাপক মারধর করা হয়। প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ফালাকাটা সংলগ্ন এলাকা থেকে কয়েকজন যুবক মুখে মাস্ক পড়ে বাসে ওঠে। এর পরই যাত্রীদের বন্দুক দেখিয়ে ভয় দেখায় এবং শূন্য গুলি চালায় তারা। তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, যাত্রীদের থেকে লুটপাট নয়, বরং তারা বাসে উঠে একটি পার্সেলের সন্ধান করে ও সেটি নিয়েই তারা বাস থেকে নেমে যান। দেখুন ভিডিয়ো….



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *