গত কয়েকদিন ধরেই কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাথ থেকে জবরদখল করে থাকা হকারদের সরিয়ে দেওয়া হচ্ছিল। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে ঘুম উড়ে গিয়েছিল হকারদের। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নির্দেশিকাও জারি করেছেন। সময়ও দেওয়া হয়েছে এক মাস। এই সময়ে ফুটপাথের হকারদের নিয়ে সমীক্ষা চালানো হবে। এই পরিস্থিতিতে হকার ইস্যু নিয়ে নিউমার্কেট পরিদর্শনে গিয়েছিলেন মেয়র পারিষদ। এ দিন পুরো নিউমার্কেট এলাকা ঘুরে দেখছেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। তিনি জানিয়েছেন, নিয়ম মেনেই বসছেন হকাররা। পাশাপাশি এ দিন সেখানে উপস্থিত ছিলেন নিউমার্কেট থানার পুলিশও। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই হকার ইস্যুতে কাজ করছে কলকাতা পুরসভা ও পুলিশ। দেখুন ভিডিয়ো….