Howrah Amta Local Time Table,সাতসকালে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, সপ্তাহের শুরুতেই দক্ষিণ পূর্ব রেলে ভোগান্তি – local train services disrupted in howrah amta section in south eastern railway


এবার ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি দক্ষিণ পূর্ব রেলে। সোমবার দক্ষিণপূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় বড়গাছিয়া স্টেশন কাছে ওভারহেডের তার ছিঁড়ে ঘটে যায় বিপত্তি। যার ফেল বেশকিছুক্ষ ধরে বন্ধ ট্রেন চলাচল। প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে কোনওরকম কাজ শুরু হয়নি বলে অভিযোগ যাত্রীদের একাংশের। যার ফলে হাওড়া-আমতা সেকশন বন্ধ হয়ে রয়েছে পরিষেবা। তবে আপাতত মেরামতির কাজ শুরু হয়েছে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা রোডের বড়গাছিয়া স্টেশনে। জানা গিয়েছে, সোমবার সকাল ৬.০৫ নাগাদ একটি ট্রেন আমতার দিক থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। সেই সময় বড়গাছিয়া স্টেশনে ঢোকার আগে ওভারহেডের একটি তারের সঙ্গে জড়িয়ে যায় প্যান্টোগ্রাফ। যার জেরে তারটি ছিঁড়ে ট্রেনের উপরে পড়ে। প্রায় ঘন্টাখানেক পর মেরামতের কাজ শুরু হয়। সপ্তাহের প্রথম দিনেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় ব্যাপক অসুবিধার মধ্যে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।

এই বিষয়ে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানান, সকালবেলা হাওড়া-আমতা সেকশনে বড়গাছিয়া স্টেশন কাছে একটি ঘটনা ঘটেছ। যার ফলে আপাতত দু’টো লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ার পাশাপাশি প্যান্টোগ্রাফের সঙ্গে তারটি জড়িয়ে গিয়েছে। ঘটনাস্থলে রেলের আধিকারিকরা পৌঁছেছেন। এক থেকে দেড় ঘণটার মধ্যে ট্রেন পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে রবিবার বানগাঁ-শিয়ালদা শাখার হাবড়া স্টেশনের কাছে ট্রাকের ধাক্কায় ভেঙে যায় একটি রেল গেট। সেই ভাঙা রেলগেটটি সরানোর সময়ই কোনওভাবে সেটি গিয়ে পড়ে ট্রেনের ওভারহেডের তারের উপরে। যার জেরে ওভারহেডের তার ছিঁড়ে একটি লোকাল ট্রেনের দ্বিতীয়বগির গেটের সামনে পড়ে। আগুনের স্ফুলিঙ্গও দেখা যায়। যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে। প্রত্যেকেই তড়িঘড়ি ট্রেনে থেকে নামার চেষ্টা করেন। ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে কয়েকজন যাত্রী কমবেশি চোটও পান বলে জানা গিয়েছে। এক মহিলা ট্রেনে থেকে লাফিয়ে নামার সময় তাঁর হাতে ও পায়ে লাগে। ছিঁড়ে যায় শাড়িও।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের কর্মীরা। তৎপরতার সঙ্গে শুরু হয় মেরামতির কাজ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হাবড়া পুরসভার চেয়ারম্যান ও অন্যান্য জনপ্রতিনিধিরাও। তাঁরা যাত্রীদের টোটো, অটো ও ভ্যানে করে শহরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। ঘটনার জেরে এলাকায় ছড়ায় চাঞ্চল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *