সেনা কর্মীর বাড়িতে লক্ষাধিক টাকা এবং ৯ ভরি সোনার গয়না চুরি! এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এবার নবগ্রামের শিবপুর এলাকায় ভারতীয় সেনা বাহিনীর বাড়িতে চুরি দেল লক্ষাধিক টাকা সহ সোনার গয়না। বাড়িতে তখন কেউই ছিল না। সবাই বিয়ের বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই সময় হঠাৎ বাড়িতে কে বা কারা ঢুকে আলমারি ভেঙে লক্ষাধিক টাকা এবং নয় ভরি সোনার গয়না চুরি করে নিয়ে যায় (Army Man House Theft Incident)। মতিউর রহমান নামের ওই ইন্ডিয়ান আর্মি জানান দিনে দুপুরে তার বাড়িতে এরকম ডাকাতি অবিশ্বাস্য। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবগ্রাম থানার পুলিশ এবং পুরো বিষয়টি নবগ্রাম থানার পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে। বিস্তারিত জেনে নিন এই ভিডিয়োতে।