Anant-Radhika Wedding : অনন্ত রাধিকার বিয়ের আগে গণবিবাহের আয়োজন নীতা-মুকেশের – nita ambani and mukesh ambani organise mass wedding for anant radhika wedding watch video


একাধিক প্রি-ওয়েডিং অনুষ্ঠানের জাঁকজমকের পর অবশেষে ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্ট। বিয়ের আমন্ত্রণও শুরু করে দিয়েছে অম্বানি পরিবার। পাশাপাশি ভিভিআইপি-দের বাড়িতে নিজেরা গিয়ে নিমন্ত্রণ জানাচ্ছেন। এবার আরও একটা মন ছুঁয়ে যাওয়া কাজ করল এই পরিবার। নিজের সন্তানের বিয়ের আগে, সেই সব জুটিকে সাতপাকে বাঁধলেন যাঁদের কোনও সামর্থ নেই। গণবিবাহের আসরে উপস্থিত থাকলেন স্বয়ং নীতা ও মুকেশ অম্বানি। এমনকী নিজেরাই তদারকি করলেন সব কাজের। দেখুন ভিডিয়ো….



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *