ওই দোকানে চা ও পানীয় জল সহ অন্যান্য জিনিস বিক্রি করত ওই ব্যক্তি। সোমবার রাতে রাজা নামের ওই ব্যক্তি ওই দোকানে ভাত খাচ্ছিলেন। সেইসময় বাইকে করে এসে খুব কাছ থেকে তার মাথায় দুস্কৃতীরা গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে কালনা থানার পুলিশ ও কালনা জিআরপি। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য।
কে বা কারা এই ঘটনা ঘটালো, সে ব্যাপারে তদন্ত করে দেখছে পুলিশ। ওই ব্যক্তি কোনও অসামাজিক চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিল কিনা, কারও সঙ্গে শত্রুতা ছিল কিনা, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। তবে কালনা স্টেশনে এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, কালনা স্টেশন থেকে হাজার হাজার যাত্রীদের যাতায়াত রয়েছে। তার মধ্যে প্রকাশ্যে এরকম গুলি চালনার ঘটনা সত্যিই উদ্বেগের। অপরাধীদের দ্রুত ধরার ব্যাপারে পুলিশের কাছে আর্জি স্থানীয়দের।
গত কয়েক মাসে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় একাধিক দুষ্কৃতীমূলক কর্মকাণ্ড ঘটেছে। কিছুদিন আগেই রানিগঞ্জে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজনকে ইতমধ্যে গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েকমাস আগেই শক্তিগড়ে একটি ল্যাংচার দোকানের সামনে প্রকাশ্যে এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালনার ঘটনা ঘটে। দুষ্কৃতীদের দৌরান্ত্য বেড়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।