Bardhaman Crime News : রাত দুপুরে কালনা স্টেশনের কাছে শ্যুট আউট, মৃত ১, আতঙ্ক এলাকায় – man expired for shoot out at kalna station in bardhaman


শ্যুট আউটের ঘটনা বর্ধমান জেলার কালনায়। সোমবার রাতে এক ব্যক্তিকে গুলি করে খুনের অভিযোগ। মৃত ব্যক্তির নাম রাজা। কালনা রেল স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে এই শ্যুট আউটের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কালনা স্টেশন সংলগ্ন কালনার নিউ মধুবন এলাকায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃত ব্যক্তির বাড়ি হুগলি জেলার চুঁচুড়া এলাকায়। বর্ধমানে একটি স্টেশনের দোকানে কাজ করত সে। কালনা স্টেশন সংলগ্ন ৪ নং প্ল্যাটফর্মের নিচে স্বপন মাঝি নামে এক ব্যক্তির দোকান রয়েছে। সেই দোকানে সে গত দু-আড়াই মাস আগে কাজে যোগ দেয়।

ওই দোকানে চা ও পানীয় জল সহ অন্যান্য জিনিস বিক্রি করত ওই ব্যক্তি। সোমবার রাতে রাজা নামের ওই ব্যক্তি ওই দোকানে ভাত খাচ্ছিলেন। সেইসময় বাইকে করে এসে খুব কাছ থেকে তার মাথায় দুস্কৃতীরা গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে কালনা থানার পুলিশ ও কালনা জিআরপি। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য।

কে বা কারা এই ঘটনা ঘটালো, সে ব্যাপারে তদন্ত করে দেখছে পুলিশ। ওই ব্যক্তি কোনও অসামাজিক চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিল কিনা,‌ কারও সঙ্গে শত্রুতা ছিল কিনা, সেটা তদন্ত করে দেখা হচ্ছে। তবে কালনা স্টেশনে এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, কালনা স্টেশন থেকে হাজার হাজার যাত্রীদের যাতায়াত রয়েছে। তার মধ্যে প্রকাশ্যে এরকম গুলি চালনার ঘটনা সত্যিই উদ্বেগের। অপরাধীদের দ্রুত ধরার ব্যাপারে পুলিশের কাছে আর্জি স্থানীয়দের।

সক্রিয় ডাকাত দল, স্বর্ণ ব্যবসায়ীদের কী করণীয়? ‘পেপ টক’ পুলিশের
গত কয়েক মাসে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় একাধিক দুষ্কৃতীমূলক কর্মকাণ্ড ঘটেছে। কিছুদিন আগেই রানিগঞ্জে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজনকে ইতমধ্যে গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েকমাস আগেই শক্তিগড়ে একটি ল্যাংচার দোকানের সামনে প্রকাশ্যে এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালনার ঘটনা ঘটে। দুষ্কৃতীদের দৌরান্ত্য বেড়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *