চোপড়াকাণ্ডে গত কয়েক দিন ধরেই উত্তাল হয়ে রয়েছে রাজ্য থেকে গোটা দেশ। এই ঘটনার নিন্দা করেছেন দলের একাধিক নেতা নেত্রী। এমনকী উপযুক্ত পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে। এবার বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করেছে তৃণমূল কংগ্রেস। এমনকী বিষয়টি নিয়ে মুখ খুললেন চোপড়ার বিধায়কও। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, কোনও শোকজ চিঠি পাননি। জানা গিয়েছে, চোপড়ায় সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, এক যুবক ও যুবতীকে বেধড়ক পেটাচ্ছেন এক ব্যক্তি। এরপর থেকেই শুরু হয় নানা রকম সমালোচনা। এই ঘটনায় গ্রেফতার করা হয়ছে জেসিবি বলে এক যুবককে। পাঁচ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। দেখুন ভিডিয়ো….