Cooch Behar Biryani Shop : সস্তায় সুস্বাদু বিরিয়ানি! সাবধান, পচা মাংস ব্যবহার হচ্ছে না তো? – dinhata municipality raided several biryani shops of cooch behar and closed due to using spoiled meat watch video


বিরিয়ানি খেতে আপনি খুবই ভালোবাসেন। মাঝেমধ্যেই অফিসের লাঞ্চে অর্ডার দেন বিরিয়ানি। নতুন নতুন ফুড জয়েন্টের খাবার টেস্ট করতেও ভালোবাসেন। কিন্তু সাবধান! আপনি নিশ্চিত তো বিরিয়ানি নিরাপদ? কেন বলছি? সোমবার দুপুরে দিনহাটা শহরের বেশ কয়েকটি বিরিয়ানির দোকানে ও কারখানায় অভিযান চালানো হয়। এক দোকানে পাওয়া পচা মাংস ফেলে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় একাধিক দোকান। দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী, দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডা: রনজিত মন্ডলের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। কী বললেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী? ক্রেতাদেরও সচেতন হওয়ার সময় এসেছে। যে দোকান থেকে মাঝেমধ্যেই খাবার অর্ডার করেন, একবার সেই দোকান নিজে গিয়ে দেখেও আসতে পারেন। খাবারের মতো বিষয়ে মানুষের ভরসা ভাঙার জায়গায় কেন যাচ্ছেন দোকানীরা? প্রশ্নটা থেকেই যাচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *