Debasish Kumar: পুজোর আগেই ভোল বদল নিউ মার্কেটের, আশাবাদী দেবাশিস কুমার – debasish kumar says what about new market in press conference watch video


গত কয়েকদিন ধরেই কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাথ থেকে জবরদখল করে থাকা হকারদের সরিয়ে দেওয়া হচ্ছিল। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে কার্যত ঘুম উড়ে গিয়েছিল হকারদের। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে নতুন নির্দেশিকাও জারি করেছেন। সময়ও দেওয়া হয়েছে এক মাস। এই সময়ে ফুটপাথের হকারদের নিয়ে সমীক্ষা চালানো হবে। একই সঙ্গে খেয়াল রাখা হচ্ছে খেটে খাওয়া মানুষদেরও যাতে কোনও অসুবিধে না হয়। এই পরিস্থিতিতে হকার ইস্যু নিয়ে নিউমার্কেট পরিদর্শনেও গিয়েছিলেন মেয়র পারিষদ। মেয়র পারিষদ দেবাশিস কুমার নিজে আজ ফের নিউ মার্কেট চত্বরে পরিদর্শনে গিয়ে কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে। পরবর্তী সময়ে সাংবাদিক বৈঠকে কী বললেন তিনি? দেখুন ভিডিয়ো….



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *