Hooghly News : ‘মৈত্রী এক্সপ্রেস’ রেজা, সাইকেলে এপার থেকে ওপার বাংলায় – hooghly young boy reja fajal ansari is going to travel bangladesh by cycle for details watch the video


সাইকেল চালিয়ে ভারত থেকে বাংলাদেশের পথে রেজা ফজল আনসারি। হুগলির তারকেশ্বরের বাসিন্দা এই যুবক সাইকেলে এপার থেকে ওপার বাংলায় গেলেন তিনি। রেজা ফজল আনসারি কী বলছেন? বাংলার এই ছেলে ভারত বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করা ও মৈত্রীর বার্তা নিয়ে সাইকেল চালিয়ে রওনা দিলেন বাংলাদেশ। স্বপ্ন পরিব্রাজক হওয়ার, সেই স্বপ্নকে সত্যি করতেই বছর ২৮ এর মহম্মদ রেজা ফজল আনসারি প্রায় ৫৩৫ কিলোমিটার পাড়ি দিচ্ছেন। বাংলাদেশ হয়ে আগরতলা যাওয়ার লক্ষ্য রয়েছে তার। সম্পূর্ণ যাত্রা করতে প্রায় ১৪ দিন সময় লাগবে তার বলেই জানান। মানসিকভাবে এত কিলোমিটার সাইকেলে পারি দিতে তৈরি রয়েছেন তিনি। ঠিক কী বললেন আসুন জেনে নেওয়া যাক এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *