Monsoon In West Bengal 2024 Date,কলকাতা সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, বুধে আরও বাড়তে পারে বর্ষণ, জানুন আবহাওয়ার খবর – rain in kolkata and several districts of west bengal know weekly weather forecast


আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি। কোনও কোনও জায়গায় তো রাত থেকেই বৃষ্টি শুরু হয়, যা মঙ্গলবার সকালেও জারি থাকে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনও কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি থাকবে বৃষ্টি।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খুঁটিনাটি

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর মধ্যে বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টি বাড়তে পারে। এই দু’দিন বেশি বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে। দিন এবং রাতের তাপমাত্রা আপাতত স্থিতিশীল থাকবে।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

এদিকে কলকাতা এদিন আকাশ প্রধানত মেঘলাই থাকছে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও আপেক্ষিক আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পার ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে কলকাতায়। শনিবার অনেকটাই কমে যাবে বৃষ্টির পরিমাণ।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকারই পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বেশি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে। বুধবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। এরপর বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণই জারি থাকবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *