Nadia News: দেশের মধ্যে অষ্টম, ভাবা র পথে বাংলার বিশ্বরূপ – nadia student get opportunity to complete his fellowship at the baba atomic research center watch video


বিজ্ঞানও গবেষণা প্রবেশিকা পরীক্ষায় দেশের মধ্যে অষ্টম স্থান অধিকার করলেন শান্তিপুরের বিশ্বরূপ সাহা। অল ইন্ডিয়া বার্ক ডিজিএফএস পরীক্ষা গিয়েছিল সে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে নিউক্লিয়ার মেডিসিন নিয়ে গবেষণার সুযোগ পেলেন তিনি। বিশ্বরূপের এই সাফল্যে খুশি পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরাও। বিশ্বরূপের এই সাফল্যে তাঁকে সংবর্ধনা দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে। ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন বিশ্বরূপ। পরিবারের আর্থিক অনটনের মধ্যেও থেমে যায়নি লড়াই, নিজের মেধার জোরেই এগিয়ে চলেন তিনি। কঠিন লড়াই শেষে এই সফল্যে এখন খুশির হাওয়া পরিবারে। তবে ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রমের জন্য তৈরি হচ্ছে সে। আর্থিক দুরাবস্থা থেকেও ঘুরে দাঁড়ানোর শিক্ষা দিল বিশ্বরূপ। দেখুন ভিডিয়ো….



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *