Narendra Modi Letter : কথা রাখলেন মোদী! প্রধানমন্ত্রীর চিঠি এল হুগলির পড়ুয়ার বাড়িতে – pm narendra modi wrote thanks giving letter to hooghly engineering student for gifting picture


কথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর একটি রাজনৈতিক সভায় উপহার দিয়েছিলেন নিজের হাতে আঁকা ছবি। মোদীও কথা দিয়েছিলেন চিঠি পাঠাবেন তাঁকে। অবশেষে হুগলির দীপতনুর বাড়িতে এল প্রধামন্ত্রীর দফতর থেকে শুভেচ্ছা জানিয়ে চিঠি।গত ১২ই মে চুঁচুড়া ময়দানে নির্বাচনী জনসভা করতে আসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভায় বক্তব্য রাখতে রাখতে হঠাৎ চোখ পড়ে এক যুবকের দিকে। ওই যুবক হাতে আঁকা একটি ছবি বাঁধিয়ে নিয়ে মাথার ওপরে তুলে কিছু বলছেন। মঞ্চ থেকে তা দেখেন মোদী। তাঁর হাতের সেই ছবি দেখেন মোদী।

ছবিতে তিনি এঁকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মা হীরাবেনকে। ছবি তে দেখা যায় প্রধানমন্ত্রী নিচে বসে আছেন, আর তাঁর মা হীরাবেন তাঁকে কিছু বোঝাচ্ছেন আর মন দিয়ে সেই কথা শুনছেন তিনি। আর এই ছবি যে এঁকেছে সেই ছেলে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। নাম দীপতনু মুখোপাধ্যায়। চন্দননগরের লালবাগানের বাসিন্দা দীপতনু।

সেই ছবি এসপিজিকে নিজের কাছে নিয়ে আসতে বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ছবির পিছনে নিজের নাম ও ঠিকানা লিখে দিতে। তিনি আরও জানান, সময় করে তাঁকে চিঠি পাঠাবেন প্রধানমন্ত্রী। এবার সেই স্বপ্ন হল সত্যি দীপতনুর। গতকাল দুপুরে দীপতনুর লালবাগানের অ্যাপার্টমেন্ট পিওন চিঠি আনতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি দীপতনুর মা দীপ্তি মুখোপাধ্যায়।

তিনি বলেন, ‘আমি আজ খুব গর্বিত। আমি ভাবতে পারিনি ভারতের প্রধানমন্ত্রী চিঠি পাঠাবেন। উনি ওঁর কথা রেখেছেন। উনি বলেছিলেন উনি মুগ্ধ ওঁর মায়ের ছবি এঁকেছিলেন দীপতনু।’ তিনি জানান, গত ১২ই মে পশ্চিমবঙ্গে চুঁচুড়ায় নির্বাচনী প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চুঁচুড়ার জনসভায় নরেন্দ্র মোদীর সঙ্গে তার মায়ের একটি আঁকা ছবি তাঁকে উপহার হিসেবে দিয়েছিলাম।

চোর সন্দেহে রাস্তায় ফেলে পাইপ দিয়ে মারধরের অভিযোগ, তারকেশ্বরে যুবকের মৃত্যু
দীপতনু বলেন, ‘মঞ্চ থেকে তিনি লক্ষ্য করে আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলেন সেই ছবি। তিনি কথা দিয়েছিলেন তিনি আমাকে চিঠি লিখবেন। আজ আমি গর্বিত প্রধানমন্ত্রীর সই করা তাঁর লেটার হেডে শুভেচ্ছা পত্র পেলাম। একজন ভারতবাসী এবং বাঙালি হিসেবে আমি গর্বিত।’ হুগলির মুখোপাধ্যায় পরিবারের এখন খুশির হাওয়া। স্বয়ং প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে আনন্দে আত্নহারা সকলেই। সেই চিঠি সযত্নে রেখে দেবেন বলে জানালেন পরিবারের লোকজন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *