Oath Controversy: ‘পঞ্জিকায় সময়টা হয়তো ভালো পাচ্ছেন না, দেখে মনে হচ্ছে পালিয়ে যাচ্ছেন’ – tmc candidate sayantika banerjee and rayat hossain sarkar says what about oath taking controversy dharna watch video


বিধানসভা উপনির্বাচনে বরানগর এবং ভগবানগোলা থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার। কিন্তু আজও বিধানসভায় বিধায়কের আসনে বসতে পারলেন না তাঁরা। কারণ এখনও শপথবাক্য পাঠ করেননি তাঁরা। রাজ্য-রাজ্যপাল জট যেন কিছুতেই কাটছে না। তৃণমূল কংগ্রেস ভেবেছিল সিভি আনন্দ বোস কলকাতায় ফিরে এলে হয়ত কিছুটা জটিলতা কাটতে পারে। এ দিকে রাজ্যপাল বোস আজ, মঙ্গলবার রাজ্যে ফিরছেন। অন্যদিকে শপথগ্রহণ নিয়ে নতুন কোনও নির্দেশিকা জারি না হওয়ায় তৃণমূলের দুই জয়ী প্রার্থী বিধানসভায় আম্বেদকরের মূর্তির সামনে ধর্নায় ঠায় বসে আছেন। তবে সাদা পোশাক ছেড়ে এবার কালো পোশাক ধরেছেন সায়ন্তিকা এবং রায়াত। আর কতদিন চলবে ধরনা? কী বলছেন দুই জয়ী প্রার্থী? দেখুন ভিডিয়ো….



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *