পুজো আসতে এখনও মাস তিনেকের অপেক্ষা। এবার পুজোয় কি উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান রয়েছে। তবে আপনার জন্য কিন্তু একটা সুখবর রয়েছে। পর্যটকদের জন্য উত্তরবঙ্গ সফর এবার আরও সুন্দর এবং আরামদায়ক করে তুলতে বিশেষ উদ্যোগ রেলের। পূর্ব রেলের পক্ষ থেকে হাওড়া এনজেপি শতাব্দি এক্সপ্রেসে জুড়ে দেওয়া হলো ভিস্টাডোম কোচ। এই কোচে একাধিক সুবিধা থাকায় ট্রেন যাত্রা আগের চেয়ে বেশ আরামদায়ক হবে বলেই মনে করছেন যাত্রীরা। এতে বসার আসন সামনে পিছনে করার পাশাপাশি ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়। ট্রেনের জানালার শাটার তুললে ঝকঝকে বড় কাঁচ। সহজেই বাইরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন যাত্রীরা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন এই কোচের ভাড়া একটু বেশি। যেখানে এই ট্রেনের চেয়ার কার আসনের ভাড়া ১৪০০ টাকা, সেখানে ভিস্টাডোম কোচের আসন ভাড়া ২৪৩০ টাকা। এই কোচের যাত্রীদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা অন্য কোচের যাত্রীদের থেকেও ভালো।